এলার্টপে একাউন্ট/ Payza Account/আন্তর্জাতিক একাউন্ট



ইন্টারনেটে আয় করার মত অনেক পদ্ধতির নাম আমরা শুনেছি। কিন্তু কোনটির আয় করার পদ্ধতি কিরকম তার বিস্তারিত আমরা অনেকেই এখনো ভালভাবে জানিনা। তবে এটা সত্য যে আমরা যদি অনলাইন থেকে আয়ের ব্যাপারে একটু সতর্ক হই এবং ভালভাবে জ্ঞান লাভ করি তবে আমরা প্রত্যেকেই বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। যাহা আমাদের ব্যক্তি এবং রাষ্ট্র দুটি ক্ষেত্রেই ভূমিকা রাখতে পারে। বিভিন্ন প্রকার কাজের মধ্যে ইন্টারনেট থেকে আয়ের সবচেয়ে সহজ কাজটির নাম হল PTC (paid to click) কাজটি অত্যন্ত সহজ হলেও এটি করতে আপনাকে জানতে হবে সঠিক পদ্ধতি। কেননা সঠিক পদ্ধতি না জানলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না। পাশাপাশি এই কাজের জন্য যেসকল কোম্পানি আছে তার মধ্যে শতকরা 98%  টিই হচ্ছে প্রতারনামূলক। অর্থা যারা কিনা কাজ করিয়ে নেয় ঠিকই কিন্তু কোন টাকা পরিশোধ করে না। তাই কয়েকটি সচ্ছ ( Near by 80 Web site )  সাইট সম্পর্কে বিস্তারিতভাবে আপানাদের সামনে ক্রমান্বয়ে তুলে ধরব
PTC তে কাজ করার পূর্বে আপনাকে একটি আন্তর্জাতিক একাউন্ট খুলতে হবে টাকা তোলার জন্য আর এই একই একাউন্ট আপনি সবক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটি হতে পারে Paypal / alertpay তবে জেনে রাখা দরকার যে Paypal বাংলাদেশে এখনো সাপোর্ট করে না, September / October-2012 এটি সাপোর্ট করতে পারে । তাই আপনাকে Alertpay তে একটি একাউন্ট খুলতে হবে। Alertpay / Payzaতে চেকের / credit card   মাধ্যমে iটাকা তোলার সিস্টেম রয়েছে। তাই এখানে টাকা তুলতে কোন ঝামেলা হয় না বললেই চলে। এবারে আসুন কিভাবে আপনি একাউন্ট খুলবেন  এলার্টপে একাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুন।

 

Alert Pay সাইটটি লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সাইটটি লোড হওয়ার নীচের পেইজের মতো একটি পেইজ আসবে


GO to Payza  লিখায় ক্লিক করুন।



Sign Up লেখা বাটনটিতে ক্লিক করুন। নতুন একটি পেইজ ওপেন হবে।



1. Choose your country বক্সটি থেকে Bangladesh সিলেক্ট করুন।
2. Choose your account type
থেকে Personal Starter অথবা Personal Pro সিলেক্ট করুন।
এখানে :

একটি সাদা কাগজে রেজিস্ট্রেশন সংক্রান্ত গুরুত্বরপূর্ন
তখ্যগুলো লিখে রাখতে ভুলবেন্ না।]

 
তারপর পেইজটির নিচের অংশে ডান পাশে Next বাটনটিতে ক্লিক
করে পরবর্তী পেইজটির জন্য অপেক্ষা করুন।
নতুন পেইজটি পুরোপুরি ওপেন হওয়ার পর Contact Information
নামে একটি Registration Form দেখতে পাবেন।
Registration Form
টি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরণ করুন।

First Name:
এখানে আপনার নামের প্রথম অংশ লেখুন।
Last Name:
এখানে আপনার নামের শেষ অংশ লেখুন।
Address Line 1:
এখানে আপনার ঠিকানা লেখুন।
Address Line (Optional) 2:
প্রয়োজন নাই।
City / Town:
আপনার শহরের নাম লেখুন।
Country:
এখানে আপনার দেশের নাম (Bangladesh) লেখুন।
Region:
এখানে লেখুন দক্ষিন এশিয়া (South Asia).
Postal Code:
এখানে পোস্টকোড লেখুন।
Country Of Citizenship: Bangladesh
সিলেক্ট করুন।
Home Phone:
এখানে বাসার ফোন নাম্বার লেখুন। or Mobile number
Work Phone (Optional):
প্রয়োজন নাই। Ext: প্রয়োজন নাই।
Mobile Phone (Optional):
প্রয়োজন নাই। or mobile number
Occupation:
আপনার পেশা কী সেটা সিলেক্ট করুন। ( any )
Date Of Birth:
আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন।

এরপর পেইজটির নিচের অংশে ডান পাশে Next বাটনটিতে ক্লিক
করে পরবর্তী পেইজটির জন্য অপেক্ষা করুন।
নতুন পেইজটি পুরোপুরি ওপেন হওয়ার পর AlertPay Account Login
নামে একটি Form দেখতে পাবেন।
Form
টি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরণ করুন।

AlertPay Account Log in:
Email Address:
এখানে ইমেইল এড্রেস লেখুন।
Password:
এখানে নূন্যতম অক্ষরের একটি পাসওয়ার্ড লেখুন।
Re-enter Password:
পুনরায় নূন্যতম অক্ষরের পাসওয়ার্ডটি লেখুন।
Transaction PIN:
থেকে অক্ষরের যে কোন একটি নাম্বার লেখুন।
Re-enter transaction PIN:
পুনরায় থেকে অক্ষরের নাম্বারটি লেখুন।

Password Recovery: 
Security Question #1:
তীর চিহ্নটিতে ক্লিক করে একটি প্রশ্ন সিলেক্ট করুন।
Answer #1:
এখানে প্র্রশ্নটির উত্তর লেখুন।
Third Party Information:
এখানে No এর পাশে ছোট গোল ঘরটিতে (রেডিও বাটন) ক্লিক করুন।

Word Verification:
এই অংশে বড় বড় যে অক্ষরগুলো দেখতে পাবেন সেগুলোকে ঠিক সেইভাবেই নিচের বক্সটিতে লেখুন।

User Agreement:
I agree to AlertPay's User Agreement
এর পাশে ছোট চারকোনা বক্সটিতে ক্লিক করুন।

নতুন পেইজটি পুরোপুরি ওপেন হওয়ার পর নিচের মত কিছু লেখা দেখতে পাবেন:
Account Completed

এখন আপনি আপনার ইমেইল একাউন্টটিতে লগ ইন করে ইনবক্সটি চেক করুন। লক্ষ্য করুন ALERTPAY/ Payza: Validate Your Email শিরোনামে একটি Message দেখা যাচ্ছে। Message টি ওপেন করুন। আপনাকে সম্বোধন করে নিচের মত কিছু লেখা থাকবে:
   
এলার্টপে একাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুন।
Dear
অমুক/তমুক,
You have 1 step remaining to complete your registration. Please click on the following link or Copy and Paste in your browser to validate your e-mail address:


উপরের লেখাগুলোর পরেই একটি হালকা নিল Validation link থাকেব, সেটার উপরে ক্লিক করুন। নিচের মত তথ্য নিয়ে নতুন একটি পেইজ ওপেন হবে:

Login at Payza.com  লেখা বাটনটিতে ক্লিক করুন। নতুন একটি পেইজ ওপেন হবে।

 


Login at Payza.com  লেখা বাটনটিতে ক্লিক করুন। নতুন একটি পেইজ ওপেন হবে।

Email Address: এখানে ইমেইল এড্রেস লেখুন।
Password :  পাসওয়ার্ড লেখুন।

Login ক্লিক করুন।


Try it now ক্লিক করুন।

{বি.দ্র: ALERT PAY সাইটিকে আমরা একটি ব্যাংকের সাথে সাদৃশ্য
করতে পারি। অর্থাৎ, ব্যাংক একাউন্টে যেমন আমরা টাকা জমা রাখা বা তুলেত
পারি, ALERT PAY তে একাউন্ট মানে ঠিক কাজগুলোই করার সুযোগ
গ্রহন করা।}

  এলার্টপে একাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুন।

Alertpay অ্যাকাউন্ট যে ভাবে ভেরিফাই করবেন ………………


এখন অনেক দিন ধরে আমাকে প্রায় 70/80 বার এর মত  এই প্রস্ন টা জিজ্ঞেস করা হয়েছেকি ভাবে Alertpay অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় ? কিন্তু আমি প্রতিবার প্রস্নটাকে এরিয়ে গেছি  আমি এর উত্তর জানি না বলে কিন্তু এবার আর পারলাম না কারন আমার নিজের প্রয়োজন পরল তাই আমি অনুসন্ধান করতে লাগলাম কি ভাবে কোন খরচ না করে সহজে Alertpay অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়
Alertpay
সম্পর্কে জানেন না এমন কেউ আশা করি নেই তারপর কেউ যদি থেকে থাকেন তার জন্য বলছি Alertpay হচ্ছে Paypal এর মত একটি অনলাইন পেমেন্ট পধাতি যে কারনে Alertpay এত প্রসার তা হছে P.T.C সাইট গুলো পেপাল সাপোর্ট করে আমার মনে হয় সাইট গুলো Alertpay ভালবাসে এখন আমি নিয়ম টা  বলব কি ভাবে Alertpay অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এবং Alertpay থেকে  টাকা তুলতে হবে আমি যখন তাদের সাইট রেজিস্টার করি তখন আমি মেসেজ পাই যে আমার Alertpay অ্যাকাউন্ট ভেরিফাইড নয়
যদি আপনার কোন অনলাইন পেমেন্ট পধতি থাকে তাহলে তা  কিছু কারনে ভেরিফাই থাকা ভাল কারন তাদের প্রথমে জানতে হয় আপনি একজন আসল ইউসার  এবং আপনার একটি পরিচয় আছে তারপর প্রয়োজন একটি ব্যাংক অ্যাকাউন্ট আথবা ক্রেডিট কার্ড যা আপনি অনলাইনে  টাকা লেনদেন  এর জন্য ব্যাবহার করতে পারবেন অথবা যা আপনার অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ব্যাবহারিত হবে
Alertypay একটি ভাল উপায় কারন এটি বাংলাদেশে সাপোর্ট করে ভাল পেপাল এর থেকে কারন পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না।তাই যখন আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করি

ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই

Login at Payza.com  লেখা বাটনটিতে ক্লিক করুন। নতুন একটি পেইজ ওপেন হবে।
Email Address: এখানে ইমেইল এড্রেস লেখুন।
Password :  পাসওয়ার্ড লেখুন।

 

Try it now Click ক্লিক করুন।
 নতুন পেইজটি পুরোপুরি ওপেন হওয়ার পর নিচের মত কিছু লেখা দেখতে পাবেন:

Add bank Account ক্লিক করুন।
নতুন পেইজটি পুরোপুরি ওপেন হওয়ার পর নিচের মত কিছু লেখা দেখতে পাবেন:





(একটি সাদা কাগজে রেজিস্ট্রেশন সংক্রান্ত গুরুত্বরপূর্ন
তখ্যগুলো লিখে রাখতে ভুলবেন্ না।)
Next Click ক্লিক করুন।






I accept, add bank account ক্লিক করুন। তারপর আমাকে - দিন কর্মদিন অপেক্ষা করতে বলা হয়

এখান আমি যখন আমার অ্যাকাউন্ট ভেরিফাই করেছি আমার যখন দরকার হবে আমি টাকা উঠাতে পারব  

ক্রেডিট কার্ড ভেরিফিকেশন সিলেক্ট

আমি ক্রেডিট কার্ড ভেরিফিকেশন সিলেক্ট করি আমার চেষ্টা ছিল আমি আমার Payoneer Card  ব্যাবহার করে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করব যা আমি ওডেস্ক থেকে পেয়েছি
তাই ভেরিফাই করার জন্য আমি Add a credit card  সিলেক্ট করি, তাই আমি ভেরিফাই করার জন্য ভেরিফিকেশন এর মেনু তে যাই  এবং কার্ড ভেরিফাই করার অপশান সিলেক্ট করি




My Credit cards ক্লিক করুন।
Next ক্লিক করুন।


























তারপর নেক্সট ক্লিক করার পর আমি এই মেসেজ দেখতে পাই







 মেসেজ টা বলেছে আমি একটা স্পেশাল কোড পাব আমার অ্যাকাউন্ট যা আমাকে পরের কাজ করার জন্য প্রয়োজন হবে তারপর আমাকে - দিন কর্মদিন অপেক্ষা করতে বলা হয় আমি তিন দিন অপেক্ষা  করার পর আমি আমার Payoneer অ্যাকাউন্ট লগিন করি এবং Alertpay আমাকে কোড পাঠিইয়েছে কিনা তা দেখি এবং দেখি Alertpay আমাকে শব্দের একটি কোড পাঠিইয়েছে 








তারপর আমি কোডটা দেখি এবং Alerpay অ্যাকাউন্ট লগিন করি তারপর ভেরিফেকেশন গিয়ে কোড টা সঠিক ভাবে সঠিক











Hmm আমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেসে



এলার্টপে একাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুন।

সবাই ভাল আছেন , ভাল থাকবেন , এই কামনা করি , খোদা হাফেয সামনে হয়ত কন এক সময় আবার কোন   টিউন নিয়ে হাযির হব ধন্ন্যবাদ

 

10 comments:

  1. আমি ফোন ভেলিডেশন সিলেক্ট করেছিলাম কিন্তু সফল হতে পারিনি আর আমার অন্য কোন একাউন্ট নেই ।এমতবস্থায় আমি কি করতে
    পারি।আম সৌদি আরব অবস্থান করতেছি তাই এখানকার ফোন নাম্বার ব্যবহার করেছিলাম ।আশা করি আমার সমস্যা সমাধানে সহায়তা পাব।

    ReplyDelete
    Replies
    1. hmm, apni kon address add koreshen jani na, tobe bangladesher address diea jodi sudi phone number add koren tobe hobe na, akon r আমি ফোন ভেলিডেশন diea kaj hoai na? akon bank account add korte hobe, apni bangladesher akta online bank er account add koren

      Delete
  2. Thanks alot Bro.....4 ur kind of information///////

    ReplyDelete
  3. jekuno bank account and Credit cards diyei ki verifi kora jabe ki?

    ReplyDelete
    Replies
    1. ja jabe, tobe credit card use na kora valo, tar chea apni akta Bank account kore niben , tar por Bank account ta add korben, tobe credit card dieao hobe

      Delete
  4. thanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanksthanks
    thanks
    sumon

    ReplyDelete
  5. আস-সেলামু আলাকুম... আমি মালদিভ প্রবাসি আমি একটা একাওনট খুলতে চাই আমার কুন ব্যাংক একাওনট নাই আর এলআইসি ব্যাংক একাওনট খুলতে হলে আমাকে কি কি কাজ গুলু করতে হবে আশা করি আমার সমস্যা সমাধানে সহায়তা পাব।

    ReplyDelete
    Replies
    1. আপনি যে কোন online ব্যাংক এ Account Open koren তারপর ব্লগটা ভাল করে পরলে সব বুজতে পারবেন

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

Thanks For Your Comment

Note: Only a member of this blog may post a comment.