clicksia.com থেকে Earn



সাইটটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি সাইট। কেননা সাইট থেকে টাকা উপার্জন করেছে এরকম আনেক বাংলাদেশী সদস্য খুজেঁ পাওয়া গেছে তাদের ফোরামে। আমি নিজেও এই সাইটের একজন নিয়মিত সদস্য। তবে এখানে একটি সমস্যা হচ্ছে 8 ডলার না হওয়া পর্যন্ত আপনি টাকা তুলতে পারবেন না। তারপরেও বলব এটির সুযোগ সুবিধা অন্যান্য সাইটের তুলনায় অনেক বেশি। এতে মন খারাপ করার তবে এটি সত্য যে, টাকা পাওয়া যাবে। এখানে প্রতিদিন আপনি 6-8 টি এ্যাড দেখার সুযোগ পাবেন। যার একেকটি এ্যাডের জন্য আপনি পাবেন .0 সেন্ট অর্থাপ্রতিদিন অর্জন করবেন .08 সেন্ট। যার জন্য আপনাকে সময় দিতে হবে সর্বোচ্চ ১৫-২০ মিনিট। কেননা একেকটি এ্যাড আপনি দেখবেন মাত্র 15/20 সেকেন্ড। সময়তো কতভাবেই নষ্ট হচ্ছে একবার না হয় একটা রিক্স নিয়েই দেখলেন
সতর্কতা:
 তবে মনে রাখা দরকার যে একটির বেশি এ্যাড আপনি একসাথে ওপেন করবেন না এবং প্রত্যেকটি এ্যাডের উপর রাইট ক্লিক করে New Tab দ্বারা খুলবেন। প্রতিদিন মাত্র একবার এই এ্যাড দেখার সুযোগ পাবেন। লগ ইন করে সাইটে প্রবেশ কোন অপরাধ না হলেও বেশি উপার্জন এর আশায় যেকোন ট্রিক্স সাইটটির শক্তিশালী সফটওয়্যার ধরে ফেলতে সক্ষম হবে। কেননা আপনি ২৪ ঘন্টার মধ্যে প্রথমবার সাইটে ঢোকার সাথে সাথে আপনার আইপি এড্রেস এবং কম্পিউটারকে চিনে রাখতে সক্ষম হয় clixsense  এর সফটওয়্যার। অবশ্যই এক আইপি এবং একটি কম্পিউটারে টির বেশি একাউন্ট করতে পারবেন না। তাদের নির্দেশনার বাইরে কিছু করলে আপনার লগ ইন এড্রেসটি বাতিল করে দেবে
অনেকেই হয়তো ভাবছেন প্রতিদিন উপার্জন করব মাত্র .08 সেন্ট কিন্তু আসল ব্যাপার হচ্ছে অন্য জায়গায়। আপনি রেজিষ্ট্রেশন করার সাথে সাথে পাবেন একটি রেফারেল আইডি। এই আইডি দ্বারা আপনি আরও অনেক লোককে এই সাইটে রেফার করতে পারবেন। তাদের প্রত্যেকের আয়ের সমান পরিমান অর্থ জমা হবে আপনার একাউন্টে। তারা কাজ করবে আর সমান পরিমান অর্থ পাবেন আপনি। এত দারুন সব সুবিধা কে না গ্রহন করে
ধরুন, আপনার একটি একাউন্ট আছে সেখানে আপনি রোজ উপার্জন করেন বেশি না মাত্র .08 সেন্ট আর আপনার রেফারেল করেছেন ২০ জন। এখন তারা যদি তাদের অর্থের আশায় মাত্র 8 টি করে এ্যাড দেখে যার প্রতিটি এ্যাডের মূল্য .08 সেন্ট তাহলে আপনি পাবেন মোট .08+(২০*.08)=1.68 ডলার প্রতিদিন। অর্থাবাংলাদেশের হিসেবে 134 টাকা তাও আবার মাত্র ২০ মিনিট সময় ব্যয় করে। এবার সিদ্ধান্ত নিন করবেন কি করবেন না





 





http://www.clicksia.com/index.php?ref=newton311465  ক্লিক করুন। Registration Form সহ আরও
একটি পেইজ আসবে। নিচের নির্দেশ অনুয়ায়ী Registration Form টি পুরন
করুন: Join  লেখাটিতে ক্লিক করুন
















 








All Fields Are Required

User name:
এখানে আপনার একটি নাম লেখুন।
Password :
এখানে একটি পাসওয়ার্ড লেখুন।
Verify Pass:
এখানে একটি পাসওয়ার্ডটি পুনরায় লেখুন।

Referrer  : newton311465

Personal Details

First Name: Your First Name

Last Name: Your Last Name


Email Address:
এখানে ইমেইল এড্রেস লেখুন।

Gender: Male/Female
Birth Year: Your Birth Year
Country  : Your Country
I Accept Term and service: Yes I Accept 

Alertpay E-mail: এখানে অবশ্যই Alertpay তে যে ইমেইল এড্রেসটি দিয়েছেন
সেটি লেখুন।


এলার্টপেএকাউন্টখুলারজন্যএখানেক্লিককরুন।

আপনি আমাকে Referrer হিসেবে উল্লেখ
করবেন বক্সটিতে আমার Referrer আইডিটি: newton311465

লিখে দিয়ে।(মনে মনে আমার তরফ থেকে একটি ধন্যবাদ গ্রহন
করবেন)

যখন আপনার রেফারেন্সে কেউ এই clicksia সাইটে একাউন্ট করবে তখন আপিন তাকে আপনার Referrer আইডিটি
Referrer
হিসেবে দিতে বলবেন। যেহেতু এটি Referrer প্রোগ্রাম তাই আপনার ব্যালেন্সটিও Haa... আপনার কষ্টের দিন শেষ। এখন US $$$ DOLLAR $$$
পকেটে পুরার সময় এসেছে। স্বাস্থ্যবান হতে
এটি Referrer প্রোগ্রাম তাই আপনার ব্যালেন্সটিও স্বাস্থ্যবান হবে। আমার মত আপনিও সর্বোচ্চ ২০টি References
হতে পারবেন।]
Human Test : Choose the upside down picture

তারপর Join  লেখা বাটনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। ইমেইল একাউন্টটিতে লগ ইন করে ইনবক্সটি চেক করে দেখুন কোন Message এসেছে কিনা। এসে থাকলে Validation Link টিতে ক্লিক করে কনফারমেশন প্রক্রিয়া শেষ করুন।

Login
করুন।

View Add Click করুন।




15/20 Second Wait করুন। 





 Click the upside down Picture click করুন।


Add Click  শেষ মানে আপনার ব্যাংক একাউন্ট  $$$$$$ এড এর কাজ শেষ
তার পর যদি কার বুজতে আসুবিধা হই তাহলে মন্তব্বে লিখবেন আসা করি স্ মাধান দিতে পারব


 

 

 

 

No comments:

Post a Comment

Thanks For Your Comment

Note: Only a member of this blog may post a comment.