Sunday, February 5, 2012

Earn money from Internet ইন্টারেনেটের মাধ্যমে টাকা আয়


ইন্টারেনেটের মাধ্যমে টাকা আয়
Earn money from Internet

যারা ইন্টারেনেটের মাধ্যমে টাকা আয় করতে চান তাদের First Work এলার্টপে একাউন্ট Open করতে হবে

এলার্টপে একাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুন।


আমার এই পোষ্টটির মাধ্যমে এলার্টপের খুটিনাটি সবকিছু তুলে ধরার চেষ্টা করছি।

যারা ইন্টারেনেটের মাধ্যমে টাকা আয় করতে চান তাদের জন্য এখানে ধাপে ধাপে বিষয়টিকে যতটুকু পেরেছি সহজ ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি চলুন শুরু করি :

ধাপঃ ০১
প্রথমেই নিচের লিংকটিতে ক্লিক করুন,

এলার্টপে একাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুন। Alert Pay সাইটটি লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সাইটটি লোড হওয়ার নীচের পেইজের মতো একটি পেইজ আসবে




Sign Up Now লিখায় ক্লিক করুন।

Sign Up লেখা বাটনটিতে ক্লিক করুন। নতুন একটি পেইজ ওপেন হবে।

এখানে :

একটি সাদা কাগজে রেজিস্ট্রেশন সংক্রান্ত গুরুত্বরপূর্ন
তখ্যগুলো লিখে রাখতে ভুলবেন্ না।]

1. Choose your country
বক্সটি থেকে Bangladesh সিলেক্ট করুন।
2. Choose your account type
থেকে Personal Starter অথবা Personal Pro সিলেক্ট করুন।

তারপর পেইজটির নিচের অংশে ডান পাশে Next বাটনটিতে ক্লিক
করে পরবর্তী পেইজটির জন্য অপেক্ষা করুন।
নতুন পেইজটি পুরোপুরি ওপেন হওয়ার পর Contact Information
নামে একটি Registration Form দেখতে পাবেন।
Registration Form
টি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরণ করুন।

First Name:
এখানে আপনার নামের প্রথম অংশ লেখুন।
Last Name:
এখানে আপনার নামের শেষ অংশ লেখুন।
Address Line 1:
এখানে আপনার ঠিকানা লেখুন।
Address Line (Optional) 2:
প্রয়োজন নাই।
City / Town:
আপনার শহরের নাম লেখুন।
Country:
এখানে আপনার দেশের নাম (Bangladesh) লেখুন।
Region:
এখানে লেখুন দক্ষিন এশিয়া (South Asia).
Postal Code:
এখানে পোস্টকোড লেখুন।
Country Of Citizenship: Bangladesh
সিলেক্ট করুন।
Home Phone:
এখানে বাসার ফোন নাম্বার লেখুন। or Mobile number
Work Phone (Optional):
প্রয়োজন নাই। Ext: প্রয়োজন নাই।
Mobile Phone (Optional):
প্রয়োজন নাই। or mobile number
Occupation:
আপনার পেশা কী সেটা সিলেক্ট করুন। ( any )
Date Of Birth:
আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন।

এরপর পেইজটির নিচের অংশে ডান পাশে Next বাটনটিতে ক্লিক
করে পরবর্তী পেইজটির জন্য অপেক্ষা করুন।
নতুন পেইজটি পুরোপুরি ওপেন হওয়ার পর AlertPay Account Login
নামে একটি Form দেখতে পাবেন।
Form
টি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরণ করুন।

AlertPay Account Log in:
Email Address:
এখানে ইমেইল এড্রেস লেখুন।
Re-enter Email Address:
এখানে পুনরায় ইমেইল এড্রেসটি লেখুন।
Password:
এখানে নূন্যতম অক্ষরের একটি পাসওয়ার্ড লেখুন।
Re-enter Password:
পুনরায় নূন্যতম অক্ষরের পাসওয়ার্ডটি লেখুন।
Transaction PIN:
থেকে অক্ষরের যে কোন একটি নাম্বার লেখুন।
Re-enter transaction PIN:
পুনরায় থেকে অক্ষরের নাম্বারটি লেখুন।

Password Recovery: 
Security Question #1:
তীর চিহ্নটিতে ক্লিক করে একটি প্রশ্ন সিলেক্ট করুন।
Answer #1:
এখানে প্র্রশ্নটির উত্তর লেখুন।
Security Question #2:
তীর চিহ্নটিতে ক্লিক করে একটি প্রশ্ন সিলেক্ট করুন।
Answer #2:
এখানে প্র্রশ্নটির উত্তর লেখুন।

Third Party Information:
এখানে No এর পাশে ছোট গোল ঘরটিতে (রেডিও বাটন) ক্লিক করুন।

Word Verification:
এই অংশে বড় বড় যে অক্ষরগুলো দেখতে পাবেন সেগুলোকে ঠিক সেইভাবেই নিচের বক্সটিতে লেখুন।

User Agreement:
I agree to AlertPay's User Agreement
এর পাশে ছোট চারকোনা বক্সটিতে ক্লিক করুন।

এখন পেইজটির নিচের অংশে ডান পাশে REGISTER বাটনটিতে ক্লিক
করে পরবর্তী পেইজটির জন্য অপেক্ষা করুন।
নতুন পেইজটি পুরোপুরি ওপেন হওয়ার পর নিচের মত কিছু লেখা দেখতে পাবেন:

Referred By:
এখানে রেফারকারীর (tanvir311465 )
নাম থাকেব।

Validate Email
A) Check your email
We have sent an email to
B) Click on the Validation Link
In the email, click on the validation link or copy and paste the link into your browser.

Didn't receive a validation email? Click here and we will send you another one!.
Earn money! By Referral program.

এখন আপনি আপনার ইমেইল একাউন্টটিতে লগ ইন করে ইনবক্সটি চেক করুন। লক্ষ্য করুন ALERTPAY: Validate Your Email শিরোনামে একটি Message দেখা যাচ্ছে। Message টি ওপেন করুন। আপনাকে সম্বোধন করে নিচের মত কিছু লেখা থাকবে:

Dear
অমুক/তমুক,
You have 1 step remaining to complete your registration. Please click on the following link or Copy and Paste in your browser to validate your e-mail address:

উপরের লেখাগুলোর পরেই একটি হালকা নিল Validation link থাকেব, সেটার উপরে ক্লিক করুন। নিচের মত তথ্য নিয়ে নতুন একটি পেইজ ওপেন হবে:

Email Validation
Email
এখানে আপনার ইমেইল এড্রেসটি থাকবে।
Password
এখানে এই সাইটির জন্য দেয়া পাসওয়ার্ডটি লেখুন।

অতপর পেইজিটর ডান পাশে মাঝামাঝিতে অবস্থিত LOG IN বাটনটিতে ক্লিক
করে আপনার একাউন্টে ঢুকুন।

অনেক কষ্ট হলো, তাই না?
আপনি অনেক কষ্ট করে ALERT PAY তে সফলতার সাথে একটি একাউন্ট করেত সমর্থ হয়েছেন। ধন্যবাদ আপনাকে, এতক্ষন 'ধাপঃ ০১' এর সাথে জোঁক বা বকের মত লেগে থাকার জন্য।


{
বি.দ্র: ALERT PAY সাইটিকে আমরা একটি ব্যাংকের সাথে সাদৃশ্য
করতে পারি। অর্থাৎ, ব্যাংক একাউন্টে যেমন আমরা টাকা জমা রাখা বা তুলেত
পারি, ALERT PAY তে একাউন্ট মানে ঠিক কাজগুলোই করার সুযোগ
গ্রহন করা।}


এখন আমরা VIRTUAL শ্রমিক, কামলা বা Labor হতে যাচ্ছি।


ধাপঃ ০২
এখন খাতায় নাম তুলতে হবে। নিচের নিল লিংকটিতে ক্লিক করে অপেক্ষা করুন।
http://www.neobux.com/?r=newton311465 
নতুন একটি পেইজ আসবে যার বাম পাশে নিচের তথ্যগুলো থাকবে:
 View Advertisement
 Forum
Register
Login
 Register লেখাটিতে ক্লিক করুন। Registration Form সহ আরও
একটি পেইজ আসবে। নিচের নির্দেশ অনুয়ায়ী Registration Form টি পুরন
করুন:
All Fields Are Required

User name:
এখানে আপনার একটি নাম লেখুন।
Password :
এখানে একটি পাসওয়ার্ড লেখুন।
Pass Confirmation:
এখানে একটি পাসওয়ার্ডটি পুনরায় লেখুন।
Email Address:
এখানে ইমেইল এড্রেস লেখুন। (চাইলে সবগুলো ইমেইল এড্রেস একই
লিখতে পারেন।)
Confirm Email:
এখানে পুনরায় ইমেইল এড্রেসটি লেখুন।
Alertpay E-mail:
এখানে অবশ্যই Alertpay তে যে ইমেইল এড্রেসটি দিয়েছেন
সেটি লেখুন।
Birth Year :
এখানে Birth Year  লেখুন।

Rferrer ( If any) : newton311465
 
Verification Code:
I declare to have read, understood,
and accepted the Terms of Service.
Next Click

তারপর Register লেখা বাটনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। ইমেইল একাউন্টটিতে লগ ইন করে ইনবক্সটি চেক করে দেখুন কোন Message এসেছে কিনা। এসে থাকলে Validation Link টিতে ক্লিক করে কনফারমেশন প্রক্রিয়া শেষ করুন।

Haa...
আপনার কষ্টের দিন শেষ। এখন US $$$ DOLLAR $$$
পকেটে পুরার সময় এসেছে।
সাইটিতে Log In করুন। সফলভাবে Log In করার পর View Advertisement click করুন, red dot Click করুন,
 
একটা নতুন পেইজে লিংকটি ওপেন
হবে। পেইজটির উপরের অংশে খেয়াল করে দেখুন আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে বলা
হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপিন নূন্যতম 15/20 সেকেন্ড অপেক্ষা করবেন। পেইজটির উপরের অংশে
বাম কোণায় লেখা উঠবে
 Advertisement validated!
তার পাশেই একটা সবুজ টিক চিহ্ন দেখা
যাবে। এবার এই সবুজ টিক চিহ্ন দেয়া পেইজটি ক্লোজ করে দিন।
সুখবর আছে...!!! এই মাত্র আপনার একাউন্টে $ জমা হয়েছে। মাথা ঠান্ডা রাখুন। বাকী লিংক গুলোও ঠিক একই প্রক্রিয়ায় visit করে নির্দষ্ট সমযের পর পর close করুন। এইভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করুন, এবং শেষ হয়ে গেলে মুল পেইজে এসে  Account  ক্লিক করে আপনার একাউন্টটি চেক করুন-


No comments:

Post a Comment

Thanks For Your Comment

Note: Only a member of this blog may post a comment.